Class 2 English Unit-1| Greetings & Introductions|দ্বিতীয় শ্রেণির ইংরেজি ইউনিট-১
দ্বিতীয় শ্রেণির ইংরেজির পাঠ ১ আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। কীভাবে আমরা কারো সাথে শুভেচ্ছা বিনিময় করবো বা কুশল বিনিময় করবো, কীভাবে নিজের পরিচয় দিবো, কীভাবে অন্যের পরিচয় জানবো, কীভাবে বিদায় জানাবো এবং এসবের জন্য কী কী শব্দ ব্যবহার করবো তা এখানে আলোচনা করা হয়েছে। শেখানো হয়েছে ইংরেজী বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর। আরও রয়েছে প্রতিটি বর্ণের সাথে বিভিন্ন শুব্দের সাথে পরিচয়।