সকালে উঠিয়া আমি মনে মনে | আমার পণ | ছড়া | ৩য় শ্রেণির বাংলা | Class 3 Bangla Rhyme | 90 Degree Edu

আমার পণ
-মদনমোহন তর্কালঙ্কার

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।

ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।

সুখী যেন নাহি হই আর কারও দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি।

ঝগড়া না করি যেন কভু কারও সনে,
সকালে উঠিয়া আমি বলি মনে মনে।

ছড়াটির আবৃত্তি শুনুন এখানে ক্লিক করে
আমাদের সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন চেপে নিয়মিত ভিডিও আপডেট পেতে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *