কাজের আনন্দ | মৌমাছি মৌমাছি | Kajer Anondo | Moumachi Moumachi | Class 2 Bangla Rhyme|
কাজের আনন্দ
-নবকৃষ্ণ ভট্টাচার্য
মৌমাছি , মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও রলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
ছড়াটীর আবৃত্তি শুনুন এখানে ক্লিক করে।