আমাদের দেশ ছড়া-কবিতা | Amader Desh | Rhyme | Poem| Class 2 Bangla | 90 Degree Education
আমাদের দেশ
– আ.ন.ম. বজলুর রশীদ
আমাদের দেশ তারে কত ভালবাসি
সবুজ ঘাসের বুকে শেফালির হাসি,
মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।
রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা
চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা।
সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান
সকলের মুখে হাসি, গান আর গান।
ছড়াটির আবৃত্তি শুনু্ন এখানে ক্লিক করে।
আমাদের সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন চেপে নিয়মিত ভিডিও আপডেট পেতে থাকুন।