বৃত্তের কোন বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন (ভিডিও)
অনুশীলনী ৮.৫ নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী। এই অনুশীলনীতে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য গুলোর সমাধান আমরা করে থাকি যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো বৃত্তের কোন বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। কিভাবে আমরা একটি বৃত্তের বাইরের বিন্দু থেকে বৃত্ত স্পর্শকারী সরলরেখা বা স্পর্শক আঁকতে পারি তা আপনাদের জানাব এবং দেখানোর চেষ্টা করব। চলুন জানা যাক-
এজন্য যদি আমাদেরকে একটি বহিঃস্থ বিন্দু এবং একটি বৃত্ত দেয়া থাকে তাহলে যে কাজটি করতে হবে সেটি হল- বৃত্তের কেন্দ্র ও এবং বহিঃস্থ বিন্দুটি প্রথমে আমরা যোগ করে দেব। এরপর আমরা যে সরলরেখা টি পাবো সেই সরলরেখার মধ্যবিন্দু নির্ণয় করব। সেই মধ্যবিন্দু কে কেন্দ্র করে অর্থাৎ মধ্যবিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিয়ে আরো একটি বৃত্ত আঁকব যা আগের বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে। দুটি বিন্দুর সাথে বৃত্তের বহিঃস্থ বিন্দু করে দিব যোগ করে দিলে তাহলে আমরা স্পর্শক পেয়ে যাব।
এভাবেই আমরা বৃত্তের কোন বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকতে পারি যা আমাদের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।