নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব করে স্পর্শক অঙ্কন|
বৃত্ত সম্পর্কিত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই সমস্যাটি নবম-দশম শ্রেণির সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য। সমস্যাটিতে আমাদেরকে বের করতে হবে কিভাবে একটি নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব করে স্পর্শক আঁকতে হয়। তাহলে আমরা সরাসরি সমস্যাটি সমাধানে চলে যেতে পারি সমাধানে-
বৃত্ত সম্পর্কিত কিন্তু আমাদের আরো অনেক অনেক সমস্যার সমাধান রয়েছে যেগুলো আপনারা চাইলে এখনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
আজকের সমস্যাটি সমাধানের জন্য ধরে নিই আমাদের একটি বৃত্ত ও একটি সরলরেখা দেয়া আছে। এখন আমরা সরললেখাটির উপরে একটি বিন্দু চিন্তা করি। এর সাথে আমরা বৃত্তের কেন্দ্র যোগ করি। ফলে আমরা বৃত্তের বাইরে একটি কোণ পাবো যে কোণের আমরা একটি একান্তর কোণ আঁকব বৃত্তের কেন্দ্র থেকে। তাহলে সেই কোণটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করবে। স্পর্শবিন্দু থেকে আমরা একটি লম্ব আঁকব সরলরেখাটির উপরে। তাহলে লম্বটি হবে বৃত্তের স্পর্শক যা সরলরেখারাটির উপর অবস্থিত। এভাবে সহজেই আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। আশা করি আপনারা কোন সমস্যা ছাড়া সমাধান করতে পারবেন।