গণিতের অতি গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট টেকনিক

গণিতের শর্টকাট টেকনিক|| পাটিগণিত| শর্ট টেকনিক|shortcut techniques of math| math hacks| Arithmetic

গণিতের বিভিন্বিন শাখা-প্সিরশাখার মধ্যে পাটিগণিত একটি গুরুত্বপূর্ণ শাখা। পাটীগণিতের বিভিন্ন সমস্যা সমাধান আমরা বিভিন্ন শ্রেণিতে করে থাকি। এসব সমস্যা সমাধানের অনেক ধরণের নিয়ম রয়েছে। রয়েছে শর্টকাট পদ্ধতিও। এসব শর্টকাট পদ্ধতি ব্যবহার করে বিসিএস থেকে শুরু করে যেকোনো ধরনের নিয়োগ পরিক্ষা ও ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে এসএসসি পরিক্ষার সকলের উপকৃত হতে পারেন এবং খুব কম সময়ে সমস্যা সমাধান করতে পারেন।

আজকে আমরা আলোচনা করব পাটিগণিতের অতি গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট নিয়ে যেগুলো আপনারা ব্যবহার করেওতে পারেন।

রয়েছে- –

চৌবাচ্চা সম্পর্কিত শর্টকাট। এজন্য আমরা যে সূত্রটি ব্যবহার করে থাকি তা হলো (mn/m+n)। এখানে m, n হচ্ছে দুটি সময়।

এরপর রয়েছে ক্ষেত্রফলের হ্রাস/বৃদ্ধি/পরিবর্তন সম্পর্কিত শর্টকাট। একন্ট্রেয আমরা যে সূত্নেরটি ব্রযবহার করি তা হলো- (হ্রাস/বৃদ্ধির পর দৈর্ঘ্য*হ্রাস/বৃদ্ধির পর প্রস্থ)/১০০।

দৈর্ঘ্য নির্ণয়ের শর্টকাট – এজন্য ব্যবহৃত সূত্রটি হচ্ছে, V(t)= (L(p)+L(t))/t

ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের শর্টকাট – সূত্রটি হচ্ছে (11M-60H)/2 , এখানে M হচ্ছে মিনিট এবং H হচ্ছে ঘণ্টা

নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করার কৌশল – এজন্য আমরা দুটি সূত্র জানি। এগুলো হলো, স্রোতের অনুকূলে বেগ= নৌকার বেগ+স্রোতের বেগ এবং স্রোতের প্রতিকূলে বেগ + নৌকার বেগ-স্রোতের বেগ।

শতকরা বের করার কৌশল – এজন্য তিন ধরনের কৌশল আপনারা আমাদের ভিডিওতে পাবেন।

ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের শর্টকাট কৌশল – এজন্য সূত্রটি হলো, (১ম সংখ্যা+শেষসংখ্যা)*পদসংখ্যা/ ২

কাজ/সময় সম্পর্কিত শর্টকাট টেকনিক – এ সম্পর্কিত সমস্যা সমাধানের সূত্র হলো, P1T1=P2T2

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল- এজন্য আমরা একটি সংখ্যা মনে রাখি যা হলো, 4422322321। সংখ্যাটির প্রতিটি অংক প্রতি দশ ঘরে কতটি করে মৌলিক সংখ্যা রয়েছে তা প্রকাশ করে। যেমন ১-১০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৪টি।

সর্বশেষ হলো, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার কৌশল। এজন্য রাস্তা ভেতরে থাকলে আমরা একটি রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ বিয়োগ করে। আর রাস্তা বাইরে থাকলে প্রশ্নে দেয়ার দৈর্ঘ্য ও পস্থের সাথে যোগ করে সমস্যা সমাধান করি যা আপনারা মাদের ভিডিও দেখে সহজেই বুঝতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *