পৃথিবী বদলে দেয়া গণিতের বিখ্যাত ৫টি আবিষ্কার

গণিতের বিভিন্ন আবিষ্কার আমাদের জীবনকে করেছে সুন্দর, সভ্যতাকে দিয়েছে নতুন মাত্রা। গণিতের আবিষ্কারের শেষ নেই। কিন্তু আজকে আমরা আলোচনা করব গণিতের এমন ৫টি আবিষ্কার নিয়ে যা ছাপিয়ে গেছে সহকিছু। অর্থাৎ বলতে পারেন বদলে দিয়েছে আমাদের পৃথিবী।

৫ নাম্বারে আমরা বলতে চাই গ্রাফ এবং পাই চার্টের আবিষ্কার নিয়ে। উইলিয়াম প্লে-ফেয়ার ১৭৮৬ সালে সর্বপ্রথম পাই-চার্টের ধারণা দেন।

৪ নাম্যেবারে রয়েছে পীথাগোরাসের উপপাদ্য। পীথাগোরাস আনুমানিক ৫২০ অব্দে তার উপপাদ্যটি র ধারণা দেন যা আমরা কম বেশি সবাই জানি যে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান।

৩ নাম্বারে রয়েছে শূন্যের আবিষ্কার। আর্যভট্ট ৩য় শতকে শূন্যের ধারণা দেন বলে ধারণা করা হয়।

২ নাম্বারে রয়েছে নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র। আর পেছনের আপেলের গল্পটিও আমাদের কম বেশি সবার জানা।

১ নাম্বারে রয়েছে জ্যামিতির আবিষ্কার। ইউক্লিড এর ‘The Elements’ নামক ১৩টি বইকে জ্যামিতির বাইবেলও বলা হয়!!!

তাই দেরি না করে এখনই আরও তথ্য সহ দেখে নিন আমাদের ভিডিওটি জানান আপনার মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *