৫ম শ্রেণি গণিত অধ্যায় ২ || ভাগ | ভাগ করার সহজ নিয়ম

আমাদের আজকের আলোচনার বিষয় ভাগ। পঞ্চম শ্রেণির গণিত ২য় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান আজকে আমরা করে দেয়ার চেষ্টা করেছি। সাধারণ নিয়মে ভাগ করার নিয়ম, সঠিক কিনা যাচাই, শর্টকাট পদ্ধতিতে ভাগ করার নিয়ম সহ ভাগ সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেয়া হয়েছে।

আমাদের সমাধানের সমস্যাগুলো হলো- কোনো বাড়িতে ১৮০০০ গ্রাম চাল আছে । তাদের যদি প্রতিদিন ৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে বের করা (উত্তর ক্রমবাচক সংখ্যায়)। একটি বই তৈরি করতে ১২৮ তা কাগজ লাগে। ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তা বের করা। একটি কোম্পানির ব্যবসায় ১৫২০০ টাকা লাভ হলাে এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলাে। যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত নির্ণয় করা।

একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০০০০ অতিক্রম করবে তা বের করার পদ্ধতি ( উত্তর ক্রমবাচক সংখ্যায় ) এবং একটি বাক্সে ২৫০ টি বস্তু প্যাকেট করা যায় গেলে এরকম ৪৩৫৪৮ টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন হবে সেই হিসাব করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *