৭ম শ্রেণি গণিত ১.২ সমাধান পার্ট-২ | বর্গমূল
৭ম শ্রেণির গণিত প্রথম অধ্যায়ের ১.২ এর বর্গমূল, মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কিত অনুশীলনীর সমাধান দেয়া হয়েছে আজকের আলোচনায়। ৭ম শ্রেণির পাটিগণিতের এই বর্গমূল সংক্রান্ত বিস্তারিত আলোচনায় আমরা সমাধান করা চেষ্টা করেছি অনেক সমস্যা। যেগুলোর মধ্যে অন্যতম হলো-
৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যােগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যায় তা বের করা।
কোনাে বিদ্যালয়ের ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানাে হলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার পদ্ধতি।
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়ায় মােট ২০৪৮০ টাকা হলে ঐ সমিতির সদস্যসংখ্যা নির্ণয় করা।
কোনাে বাগানে ১৮০০ টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি গাছ বেশি হলে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় করা।
কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য তা বের করার পদ্ধতি। একটি ধানক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হয় এমন ভাবে যে, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার ১০ গুণ। দৈনিক মােট মজুরি ৬২৫০ টাকা হলে শ্রমিকের সংখ্যা কীভাবে বের করতে হবে।
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে, সংখ্যা দুইটি নির্ণয় করার পদ্ধতি এবং এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গসংখ্যা।