৮ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ সরল মুনাফা সমাধান
৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত অনুশীলনী ২.১ এর সম্পূর্ণ সমাধান করার পদ্ধতি আজকে আমাদের আলোচনার বিষয়। ামাদের আলোচনায় রয়েছে সরল মুনাফা সম্পর্কিত বিস্তারিত। যেমন- কীভাবে মুনাফা নির্ণয় করতে হয়, কীভাবে সরল মুনাফার আসল বের করতে হয়, কীভাবে সরল মুনাফার মুনাফার হার নির্ণয় করতে হয়, কীভাবে মুনাফা-আসল থেকে মুনাফা ও আসল আলাদা করতে হয় ও কীভাবে সরল মুনাফার সময় নির্ণয় করতে হয়।
যেসব সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করেছি-
একটি পণদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত তা বের করা। একজন দোকানদার কিছু ভাল ২৩৭৫, ০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলাে। ঐ ডালি কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতাে তা নির্ণয় করা। ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলাে কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সে হিসাব বের করা।
বার্ষিক শতকা মুনাফার হার ১০.৫০ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে তা সূত্রের মাধ্যমে বের করা। বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে তা বের করার নিয়ম সহ অনুশীলনীর সকল সমস্যার সমাধান।