৮ম শ্রেণির গণিত ৫.১ সমাধান | ভগ্নাংশের সমহর, লঘিষ্ঠকরণ, যোগ | পার্ট-১

সাধারণ পাটিগণিতের ভগ্নাংশ সম্পর্কে আমরা ২য় শ্রেণি থেকেই জেনে থাকি। কিন্তু আমরা বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কে জানতে পারি ৭ম শ্রেণিতে এসে। ৭ম শ্রেণিতে আমরা বীজগণিতীয় ভগ্নাংশের যেসব সমস্যার সমাধান করে থাকি, ৮ম শ্রেণিতেও এর ব্যতিক্রম নয়। কিন্তু ৮ম শ্রেণিতে আমরা আরও কিছু জটিল ও কঠিন সমস্যার সমাধান করব।

আজকে আমাদের আলোচনার বিষয় ৮ম শ্রেণির অনুশীলনী ৫.১। এই অনুশীলনীর প্রতিটি সমস্যার সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন। তাই আমরা এই অনুশীলনীর সমাধানকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আজকে আমরা করব কীভাবে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করতে হয়, কীভাবে সমহর বিষিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় এবং কীভাবে গগ্নাংশের যোগ করতে হয়।

সমস্যাগুলোর সমধান করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি। এর মধ্যে সূতের প্রয়োগ থেকে শুরু করে কমন নেয়া বা ভাগ করার ব্যাপারও রয়েছে আ আপনারা সমাধান দেখলেই বুঝতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *