৮ম শ্রেণীর গণিত ৮.২ সমাধান | চতুর্ভুজ (জ্যামিতি, সম্পাদ্য)

Content: Class 8 Math Chapter 8.2 (Complete)

Lectured by: Muhammad Muhib Hasan (Brandenburg University of Technology, Germany)

অষ্টম শ্রেণি ও জেএসসি পরিক্ষার্থিদের জন্য জ্যামিতি অনুশীলনী ৮.২ এর সম্পূর্ণ সমাধান রয়েছে আজকের ভিডিওতে। ভিডিওটি দেখে জানা যাবে কীভাবে বিভিন্ন ধরনের চতুর্ভুজ যেমন- আয়ত, রম্বস, সামান্তরিক ও বর্গ বিভিন্ন উপাত্তের সাহায্যে আঁকা যায়। যেমন- চতুর্ভুজের চারটি বাহু একটি কোণ, তিনটি বাহু দুইটি কোণ, বাউইটি বাহু ও তিনটি কোণ, তিনটি বাহু ও দুইটি কর্ণ, চারই বাহু ও একটি করণের সাহায্যে চতুর্ভুজ অংকন, বর্গের একটি বাহুর সাহায্যে বর্গ অংকন, রম্বসের একটি বাহু ও একটি কোণের সাহায্যে রম্বস অংকন; আয়তের দুইটি সন্নিহিত বাহুর সাহায্যে আয়ত অংকন; কর্ণ ও একটি বাহুর সাহায্যে আয়ত অংকন; একটি বাহু ও দুইটি কর্ণের সাহায্যে সামান্তরিক অংকন; একটি বাহু ও একটি দৈর্ঘ্যের সাহায্যে রম্বস অংকন ও দুইটি কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে রম্বস অংকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *