৮ম শ্রেণির গণিত ২.১ ও ২.২| সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা (সৃজনশীল)

Content: Class 8 Math Chapter 2.1 and 2.2 (Creative)

Lectured by: Muhammad Muhib Hasan (Brandenburg University of Technology, Germany)

৮ম শ্রেণির গণিত ২.১ এর সম্পূর্ণ সমাধান- https://youtu.be/W5u_YqNXa6E

৮ম শ্রেণির গণিত ২.২ এর সম্পূর্ণ সমাধান- https://youtu.be/ezz7QQ2B_tU

সূচী-

[00:23] কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১১০০০ টাকা হয় এবং মুনাফা আসলের ৩/৮ অংশ। ক) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দুটি লেখ। খ) আসল ও মুনাফার হার কত? গ) উক্ত আসল ও মুনাফা-আসল কোনো ছাগলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

[08:25] কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১৬২৮০ টাকা এবং ৮ বছরে মুনাফা-আসলে ১৮০৮০ টাকা হয়। ক) লিলি তার বার্ষিক আয়ের উপর ১৫% হারে ১৬৫০০ টাকা আয়কর দিলেন। লিলির বার্ষিক আয় কত? খ) আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ) একই হার মুনাফায় ৩৬০০০ টাকার ৫ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

[18:30] একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে ও কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা কিনল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী সবগুলো কলা ৩৬ টাকায় ১৫টি দরে বিক্রয় করে দিলেন। ক) ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল? খ) বিক্রয়কর্মী কলাগুলো বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গ) ব্যবসায়ী ২৫% লাভ করতে চাইলে কলাগুলো প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে?

[25:46] এক ব্যক্তি বার্ষিক ৬% মুনাফায় ৫০০০ টাকা ৪ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক) ১টি কলম ৩০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলে কলমটির বিক্রয়মূল্য কত? খ) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর? গ) উদ্দিপকের আলোকে সরল মুনাফা যত হয়, বার্ষিক ৫% মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?

[32:08] কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হয়। ক) মুনাফার হার নির্ণয় কর। খ) একই হার মুনাফায় কত বছরে ঐ আসল, মুনাফা-আসলে তিনগুণ হবে? গ) একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ২১০০ টাকা হবে?

জেএসসি পরিক্ষার্থীদের জন্য গণিত অনুশীলনী ২.১ সমাধান করা হয়েছে ভিডিওতে। আলোচনা করা হয়েছে সরল মুনাফা সম্পর্কিত বিস্তারিত। যেমন- কীভাবে মুনাফা নির্ণয় করতে হয়, কীভাবে সরল মুনাফার আসল বের করতে হয়, কীভাবে সরল মুনাফার মুনাফার হার নির্ণয় করতে হয়, কীভাবে মুনাফা-আসল থেকে মুনাফা ও আসল আলাদা করতে হয় ও কীভাবে সরল মুনাফার সময় নির্ণয় করতে হয়। ৮ম শ্রেণি ও জেএসসি পরিক্ষার্থী ছাড়াও বিসিএস ও সকল ধরনের চাকরির নিয়োগ পরিক্ষার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *