৩য় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় ৪| কুরআন মজিদ শিক্ষা |Class 3 Islam & Moral Education
তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষার ৪র্থ অধ্যায়ের সম্পূর্ণ সমাধান রয়েছে আজকের ভিডিওতে। পাঠ্যবইয়ের প্রতিটা পৃষ্ঠা বুঝিয়ে দেয়া হয়েছে এবং সম্পূর্ণ অনুশীলনী সমাধান করিয়ে দেয়া হয়েছে। ভিডিওতে রয়েছে কুরআন মজিদ শেখার বিভিন্ন নিয়ম ও ধাপ। আরবি হরফ চেনা, হরকতের ধারণা, মাদ্দের ধারণা, তানবীনের ধারণা, তাশদিদের ধারণা, সাকিনের ধারণা সহ সূরা ফাতিহা, সূরা নাস ও সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ অর্থ সহকারে বুঝিয়ে দেয়া হয়েছে। সম্পূর্ণ অনুশীলনীর সমাধান করে দেয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। ভিডিওটি শুধু ছোটদের জন্য নয়, যেকোনো বয়সের যে কেউ–ই দেখে ধর্ম ও আল্লাহ সম্পর্কে জানতে পারবেন।