৪র্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় ৩ সম্পূর্ণ | আখলাক, চরিত্র|Class 4 Islam & Moral Education
চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষার ৩য় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান রয়েছে আজকের ভিডিওতে। পাঠ্যবইয়ের প্রতিটা পৃষ্ঠা বুঝিয়ে দেয়া হয়েছে এবং সম্পূর্ণ অনুশীলনী সমাধান করিয়ে দেয়া হয়েছে। ভিডিওতে রয়েছে মা বাবার সাথে উত্তম আচরন, সহপাঠিদের সাথে ব্যবহার, প্রতিবেশীর সাথে ব্যবহার, জীবে দয়া করা, সালামের প্রসার, আত্মীয়ের সাথে ব্যবহার, সত্য কথা বলা, গিবত বা পরনিন্দারর কুফল সহ বিভিন্ন উত্তম চরিত্র অর্জনের করণীয় বিষয়ের আলোচনা। ভিডিওটি শুধু ছোটদের জন্য নয়, যেকোনো বয়সের যে কেউ-ই দেখে ধর্ম ও আল্লাহ সম্পর্কে জানতে পারবেন।