১ম শ্রেণির বাংলা কন্টেন্ট|পাঠ ১৩-১৫| ছড়া, স্বরবর্ণ, বর্ণ| Class 1 Bangla
প্রথম শ্রেণির বাংলা পাঠ ১৩ থেকে ১৫ পর্যন্ত করে দেখানো হয়েছে আজকের ভিডিওতে। কীভাবে স্বরবর্ণ অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ শেখা, লেখা ও পড়া যায় এবং এসব বর্ণ দিয়ে বিভিন্ন শব্দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ও বুঝিয়ে দেয়া হয়েছে ডিজিটাল কন্টেন্টে। সাথে রয়েছে মজার ছড়া ‘ইতল বিতল’। আপনার ছোট্ট সোনামণির পড়ালেখার জন্য এই ভিডিওটি হতে পারে খুবই উপকারী।