আমাদের গ্রাম || বন্দে আলী মিঞা | ছোটদের ছড়া-কবিতা | Bangla Rhyme || Amader Gram || 90 DEGREE Edu

ছোটবেলার বিখ্যাত আমাদের গ্রাম ছড়াটি চলুন পড়ে আসি আরও একবার। লিখেছেন কবি বন্দে আলী মিঞা।

আমাদের গ্রাম
-বন্দে আলী মিঞা

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।

আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে উঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *