ত্রিভুজের মধ্যমা অঙ্কন (ভিডিও)
জ্যামিতির মৌলিক ধারণা গুলোর মধ্যে ত্রিভুজের ধারণা লাভ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ত্রিভুজের ধারণা গুলোর মধ্যে ত্রিভুজের মধ্যমা সম্পর্কে জানাও আমাদের জন্য প্রয়োজন। ত্রিভুজের মধ্যমা অঙ্ক জ্যামিতির মৌলিক ধারণা গুলোর মধ্যে অন্তর্ভুক্ত।
একদম সহজ ভাবে আমরা ত্রিভুজের মধ্যমা আঁকতে পারি যদিও কিন্তু অনেকের কাছেই এটি সমস্যার কারণ। কিন্তু আপনি চাইলেই মাত্র ২০ সেকেন্ডে একটি ত্রিভুজের মধ্যমা বের করে নিতে পারেন এবং এঁকে নিতে পারেন। এজন্য বেশি কিছু করার একদম প্রয়োজন নেই।
আমরা যে ত্রিভুজের মধ্যমা আঁকবো সে ত্রিভুজের যে ভূমি রয়েছে তার দুটি বিন্দু থেকে উপরে এবং নিচে দুটি দুটি করে মোট চারটি বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপগুলো দুটি বিন্দুতে ছেদ করবে। আমরা স্কেলের সাহায্যে ছেদবিন্দু দুটি বরাবর ধরে ভূমির উপর একটি বিন্দু স্থাপন করব। বিন্দুটি এবং ভূমি সংলগ্ন যে দুটি বাহু রয়েছে তাদের মিলিত যে শীর্ষবিন্দু রয়েছে সেটিকে যোগ করে দিব। তাহলে আমরা ত্রিভুজের মধ্যমা পেয়ে যাব। আর আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুককে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে।
আশা করি আপনারা খুব সহজেই ত্রিভুজের মধ্যমা সক্ষম হবেন