সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন (ভিডিও)
নবম-দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করা। আমরা জানি তিন ধরনের পরিবৃত্ত পরীক্ষায় আসতে পারে। এগুলো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত, স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত এবং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। আমরা এর আগেই সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত দেখেছি। আপনার চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে আমরা দেখবো কিভাবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হয় যা খুবই সহজ। চলুন দেখে আসা যাক-
এজন্য প্রথমে আমরা যে কাজটি করব তা হল – প্রথমে ধরে নিচ্ছি আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ দেয়া আছে। আর যদি তা না-ও দেয়া থাকে, আমরা জানি কীভাবে সমকোণ বা লম্ব আঁকতে হয়। কীভাবে আঁকতে হয় তা কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
এখন আমাদের কাজ হচ্ছে ত্রিভুজ গঠন করা। আমরা এখানে ভূমির লম্বদ্বিখন্ডক আঁকবো এবং উচ্চতার লম্বদ্বিখন্ডক আঁকবো। এর ফলে দেখা যাবে লম্বদ্বিখন্ডক দুটি অবশ্যই অতিভুজের একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা সেই বিন্দু থেকে কি করব?- লম্ব আমরা যে বিন্দু থেকে এঁকেছিলাম, সে বিন্দু এবং ছেদবিন্দুর দূরত্বকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত আঁকলে পেয়ে যাব সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে দেরি না করে এখনি দেখে নিতে পারেন কিভাবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হয়।