সরলরেখার সম-ত্রিখন্ডক অঙ্কন (ভিডিও)
একটি সরল রেখাকে আমরা খুব সহজেই সমদ্বিখন্ডিত করতে পারি। কীভাবে করতে পারি সেটা নিয়ে কিন্তু আমাদের একটি পোস্ট রয়েছে। আপনারা চাইলে সেটি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি সরল রেখাকে সমান তিন ভাগে ভাগ করতে হয়।
এই সম্পর্কিত কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য রয়েছে সেটি খুবই সহজ। কিন্তু শুধুমাত্র একটি সরল রেখাকে তিনটি ভাগে ভাগ করতে না পারার কারণে আমরা সেই সম্পদটির মাধান করতে পারি না। তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি সরল রেখাকে সমান তিন ভাগে ভাগ করতে হয়। চলুন জেনে নেয়া যাক-
তাহলে একটি সরল রেখাকে সমান তিন ভাগে ভাগ করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো- যে সরল লেখাটিকে আমরা ভাগ করব সেই সরলরেখার দু’টি প্রান্ত বিন্দু থেকে আমরা সমান মাপে দুই পাশে দুটি কোণ আঁকবো। আঁকার পরে আমরা ভুমি ছাড়া যে দুটি বাহু রয়েছে সেটি দুটি ভাগ করে নেব সমান সমান করে। এরপর আমরা কি করব?- একটি বাহুর প্রথমভাগের বিন্দুর সাথে অপর বাহুর দ্বিতীয় ভাগ এবং অপর বাহুর দ্বিতীয়ভাগের সাথে একটি বাহুর প্রথম ভা্গের বিন্দু যোগ করে দিব। তাহলে আমাদের সরল রেখাটি আমরা দেখতে পাব তিনটি ভাগে ভাগ হয়ে গেছে।
এভাবেই আমরা একটি সরল রেখাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। আপনাদের কাছে যদি জটিল মনে হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি দেখে নিন। তাহলে খুব সহজেই বুঝে যাবেন কিভাবে একটি সরল রেখাকে সমান তিন ভাগে ভাগ করতে হয়।