ক্যালকুলেটরে বাইনারি, ডেসিমেল, অক্টাল ও হেক্সা কনভার্সন (ভিডিও)

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি বড় মাথা ব্যথার কারণ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় বা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির এই অধ্যায়ে আমরা শিখি বাইনারি, ডেসিমাল, অক্টাল ও হেক্সাডেসিমেল সম্পর্কে।

দেখে নিতে পারেন এর আগে আমাদের আগের দু’টি ভিডিও যেখানে আমরা আলোচনা করেছি দ্বিঘাত সমীকরণদুই চলক বিশিষ্ট সমীকরণ কীভাবে সমাধান করতে হয় তা নিয়ে।

কীভাবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা ডেসিমেল এ নিতে পারি এবং কীভাবে অক্টাল থেকে বাইনারি, ডেসিমেল ও হেক্সা ডেসিমেলে নিতে পারি তা জানব। পাশাপাশি কীভাবে ডেসিমেল এবং হেযা ডেসিলেম থেকেও বাকি গুলোতে খুব সহজে আমরা রুপান্তর করতে পারি পারি তা সহজ উদাহরণের মাধ্যোমে দেখানো হয়েছে।

এজন্যে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর হলেও চলবে। পাশাপাশি অন্য যেকোনো সাইন্টিফিক ক্যালকুলেটরে আপনারা এসন সমস্যার সমাধান করতে পারবেন। তাই দেরি না করে এখনই দেখে নিতে পারেন আমাদের আজকের আয়োজনে থাকা ভিডিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *