সহজেই সাইন্টিফিক ক্যালকুলেটর রিসেট (ভিডিও)

সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ক্যালকুলেটরে মোড পরিবর্তন করতে হয়। অনেক সময় আমরা আবার আগের মোডে ফিরে আসতে পারিনা বা নরমাল মোডে আসতে পারিনা যা আমাদের কাছে এক বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় বিভিন্ন সময়ে।

আমরা মনে করি অনেক সময় আমাদের ক্যালকুলেটরটি ঠিক ভাবে কাজ করছেনা বা নষ্ট হয়ে গেছে! বিষয়টি মোটেও তা নয়। আমরা এসব সমস্যার সহজ সমাধান হসেবে তাই ক্যালকুলেটরটি রিসেট করে নিতে পারি।

বিভিন্ন মোডে কাজ করার পর আমার নরমাল মোডে কাজ করতে ঝামেলা হলে বা আবার একেবারে ক্যালকুলেটরের আদি অবস্থায় ফিরে যেতে সাইন্টিফিক ক্যালকুলেটরকে কীভাবে খুব সামান্ন একটি পদ্ধতি ব্যবহার করেই পুণঃরায় নরমাল মোডে নিয়ে আসতে হয় তা আমরা আজ আপনাদের দেখাবো। তাও আবার মাত্র ১-২ সেকেন্ডেই!!! বিশ্বাস না হলে নিজেই দেখুন!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *