পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় (ভিডিও)

সপ্তম শ্রেণির একদম প্রথম অধ্যায়েই আমরা বর্গমূল সম্পর্কে জানি। অনেকের কাছে বর্গমূল করার ব্যাপারটি অনেক কষ্টকর এবং অনেকের কাছেই বোধগম্যও হয়না। আজকে আমরা চেষ্টা করেছি কীভাবে সহজভাবে পূর্ণ সংখ্যার বর্গমূল করতে হয় সেই আলোচনা নিয়ে।

এ জন্যে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করার পদ্ধতিটি ব্যবহার করে থাকি। প্রথমেই আমরা ডানদিন থেকে জোড়া জোড়া করে সংখ্যা নির্বাচন করতে করতে বামদিকে আসি। বামদিকে শেষে যদি একটি বিজোড় সংখ্যা চলে আসে। আমরা বিজোড় সংখ্যাটি নিয়েই কাজ করে থাকি। প্রথমে আমরা এমন একটি সংখ্যা নেই যার বর্গ উক্ত নির্বাচিত সংখ্যাটি থেকে ছোট বা তার সমান। আমরা ভাগফলে সেই সংখ্যাটিকে বসাই এবং সংখ্যাটির বর্গ সংখ্যা ভাজ্য থেকে বিয়োগ করি। পরবর্তীতে আরেকজোড়া সংখ্যা নামাই এবং ভাজক হিসেবে ভাগফলের দ্বিগুণ আনি। ভাগফলের দ্বিগুণের সাথে এমন একটি সংখ্যা আনি যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে নতুন ভাজ্যের সমান বা তার ছোট হয়। এভাবে আমরা করতে থাকি।

ব্যাপারটি লিখে বোঝানো যতটা কঠিক করে দেখানো ততটাই সহজ। তাই দেখে নিন আমাদের ভিডিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *