দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় (ভিডিও)

পূর্ণসংখ্যা বা অখন্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে আমরা নির্যেণয় করতে পারি। ঠিক একই ভাবে দশমিক ভগ্নাংশের বর্গমূলও নির্ণয় করা হয় । দশমিক ভগ্নাংশের দুইটি অংশ থাকে । দশমিক বিন্দুর বামদিকের অংশকে অখণ্ড বা পূর্ণ অংশ এবং দশমিক বিন্দুর ডানপাশের অংশকে দশমিক অংশ বলা হয় ।

প্রথমে অখন্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বামদিকে প্রতি দুই অঙ্কের উপর দাগ দিতে হয় । এরপর দশমিক অংশে দশমিক বিন্দুর ডানপাশের অঙ্ক থেকে শুরু করে ডানদিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এভাবে যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি আছে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে দুই অঙ্কের উপর দাগ দিতে হয়। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম দুইটি অঙ্ক নামানাের আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। আর দশমিক বিন্দুর একজোড়া হসূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য ব্যবহার করতে হবে।

কীভাবে বর্গমূলের আসন্ন মান নির্ণয় করতে হবে?- যদি তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয়, সংখ্যার দশমিক বিন্দুর পর আমাদেরকে কমপক্ষে ৬ টি অঙ্ক নিতে হয়। দরকার হলে ডানদিকের শেষ অঙ্কের পর প্রয়ােজন মতো শূন্য বসিয়ে নিতে হবে। এতে সংখ্যার মানের পরিবর্তন হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *