ভগ্নাংশের বর্গমূল নির্ণয় (ভিডিও)
দুই ধরনের বর্গমূল করার পদ্ধতি আমরা ইতিমধ্যে জেনেছি। একটি হলো পূর্ণসংখ্যার বর্গমূল ও অন্যটি দশমিক সংখ্যার বর্গমূল। এ দুটি পদ্ধতি ব্যবহার করে আমরা আজকে জানব কীভাবে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হয়।
আমরা আগের দুটি পদ্ধতি যদি জেনে থাকি তাহলে যে কাজটি আমাদের করতে হবে তা হলো- ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করে দিতে হবে। সমস্তের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
কিন্তু যদি লব ও হর পূর্ণ বর্গ সংখ্যা না হয় সেক্ষেত্রে করণীয় কী?- এসব ক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হলো- প্রথমেই আমরা হরকে পূর্ণ বর্গ সংখ্যায় নিয়ে আসব। এজন্য আমরা হরের সংখ্যাটিকেই আবার সেই সংখ্যা দ্বারা গুণ করলেই হয়ে যাবে। এর পর হর ও লবের বর্গমূল আলাদা করে বের করে আমরা লবকে হর দ্বারা ভাগ করে দিলেই কাঙ্ক্ষিত বর্গমূল পেয়ে যাব।
ভিডিওতেও দেখানো হয়েছে কীভাবে আমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে পারব তার নিয়ম। এই ভিডিও দেখে যে কেউই সহজে এখন থেকে আশা করি আপনারা যেকোনো ভগ্নাংশের বর্গমূল করতে সক্ষম হবেন।