প্যাটার্নের বীজগণিতীয় রাশি বের করুন সহজেই (ভিডিও)
অষ্টম শ্রেণি ও জেএসসি পরিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো প্যাটার্ন। প্যাটার্ন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো প্যাটার্নের বীজগণিতয় রাশই বের করা। অনেকের কাছেই এটি খুবই জটিল ও কষ্টসাধ্য একটি ব্যাপার। কিন্তু কিছু শর্টকাট জানলেই কিন্তু এ সমস্যাটি থেকে শিক্ষার্থীরা মুক্তি পেতে পারে।
আমরা আজকে জানবো কীভাবে যেকোনো প্যাটার্নের বীজগণিতীয় রাশি বের করা যায় সহজেই। এজন্য আমরা চেষ্টা করবো প্রথমেই প্যাটার্নের পদগুলোর মধ্যে মিল খুঁজে বের করার। আমরা যদি একই রকম পার্থক্য প্যাটার্নের পদগুলোর মধ্যে লক্ষ্য করি, তাহলে আমাদের জন্য কাজটি একদম সহজ হয়ে যাবে।
আমরা পার্থক্যের সাথে প্রথমে ‘ক’ যোগ করব। এরপর প্রথম পদটি হওয়ার জন্য আর যত যোগ করতে বা বিয়োগ করতে হবে তা যোগ বা বিয়োগ চিহ্নসহ বসিয়ে দিলেই আমরা আমাদের প্যাটার্নের বীজগাণীতিক রাশি পেয়ে যাব।
এছাড়া আরও একটি পদ্ধতি ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখনই দেখে নিতে আরেন আর রপ্ত করতে পারেন পদ্ধতি দুইটি। এই দুই পদ্ধতি জানলে আশা করা যায় অষ্টম শ্রেণির প্যাটার্ন অধ্যায়টির যেকোনো প্যাটার্নের সূত্র আপনারা বের করতে সক্ষম হবেন।
এছাড়া অষ্টম শ্রেণির প্যাটার্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর পেতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি।