ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন (ভিডিও)

নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৮.৫ অনুশীলনী এর অন্তর্গত সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অংকন সম্পাদ্যের সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। এ সমস্যাটি আমাদের অনেকের করতেই সমস্যা হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করেছি খুব সাধারণভাবে এবং সহজ উপায়ে সমস্যার সমাধান করতে। সমস্যাটি সমাধান করতে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো-

আমরা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ নিব এবং ভূমি ছাড়া অপর যে দুই বাহু রয়েছে সে দুই বাহুর লম্বদ্বিখন্ডক আঁকবো আকব। এরপর আমরা দেখতে পাব তারা পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে। অতঃপর ছেদবিন্দু থেকে যে দুই বাহুর উপর লম্ব হয়েছিল তাদের সন্নিহিত বাহুর শীর্ষবিন্দুর আমরা দূরত্ব নির্ণয় করবো । এরপর ছেদ বিন্দু থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত আমরা যোগ করবো। ছেদ বিন্দু থেকে শীর্ষের এই দূরত্বকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত আঁকলে সেটি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত।

আর সরাসরি সমস্যাটির সমাধান দেখতে আমাদের ভিডিওটি দেখে নিন এখনই। যেকোনো সমস্যায় জানান আমাদের। এছাড়া স্থুলকোণীসমকোণী ত্রিভুজ আঁকার নিয়মও দেখে নিতে পারেন এখনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *