ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন (ভিডিও)
আমরা আজকে জানার চেষ্টা করব কিভাবে একটি ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হয়।অন্তবৃত্ত আঁকার অনেকের কাছেই খুবই সস্যার এবং অনেকের কাছেই খুবই জটিল মনে হয়। নবম-দশম শ্রেণির সাধারণ গণিতের ৮.৫ অনুশীলনীর অন্তর্গত এই সমস্যাটি এসএসসি পরীক্ষায় প্রায় সময় এসেছে এবং প্রায়ই আসে। তাই চলুন জেনে আসা যাক কিভাবে আমরা খুব সহজেই ত্রিভুজের অন্তবৃত্ত আকতে পারি।
প্রথমে আমরা ধরে নিচ্ছি আমরা একটি ত্রিভুজ নিলাম। এখন আমরা দুটি কোণের বা বলতে পারি দুটি সন্নিহত কোণের সমদ্বিখন্ডক আঁকব। এরপর আমরা দেখতে পাব, সমদ্বিখন্ডক দুটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করবে। এখন আমরা কি করবো?
এই ছেদবিন্দু থেকে আমরা একটি লম্ব আঁকব এবং থেকে লম্ব দূরত্ব কে কেন্দ্র করে আমরা বৃত্ত এঁকে নিলেই আমরা পেয়ে যাব আমাদের উদ্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত যা পোস্টে ভিডিও আকারে দেয়া আছে।
এছাড়া দেখে নিতে পারেন- ত্রিভুজের বহির্বৃত্ত আঁকার নিয়ম, ও পরিবৃত্ত আঁকার নিয়ম। যেকোনো সমস্যার জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। যোগাযোগ করতে পারেন আমাদের গেসবুক পেজে ও ইউটিউব চ্যানেল।