বৃত্তে দুটি স্পর্শক আঁক যেন তাদের অন্তর্ভুক্ত কোণ ৬০° হয় (ভিডিও)
আমরা ইতিমধ্যে অনেকগুলো সম্পাদ্যের সমস্যা সমাধান করেছি যেগুলো আপনারা আশা করি সমাধান করেছেন। যদি না করে থাকেন এখনই করে নিতে পারেন। আজকে আমরা আরও একটি সমস্যার সমাধান করব যেটি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্যাটি হচ্ছে- দুটি স্পর্শক আঁক যেন তাদের অন্তর্ভুক্ত কোন কোন .৬০ ডিগ্রি হয়। তাহলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব সেটি জানা এবং দেখার চেষ্টা করি। চলুন শুরু করা যাক-
এ ধরনের একটি সমস্যা কিন্তু আমরা সমাধান করেছিলাম যেখানে আমাদেরকে বলা হয়েছিল বৃত্তের বহিঃস্থ বিন্দু স্পর্শক আঁকতে। আমরা সেই সমস্যাটি সমাধান করব একদম হুবহু। কিন্তু আরেকটি কাজ এখানে আমরা আলাদা করে করব সেটি কি সেটি হচ্ছে- আমরা বৃত্তের বহিঃস্থ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র যোগ করে মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম এবং সে মধ্যবিন্দু থেকে আমরা আরেকটি বৃত্ত এঁকেছিলাম। এরপরে আমরা নতুন বৃত্তটি পুরাতম বৃত্তকে যে দুটি বিন্তেদুত ছেদ করে তাদের সাথে বৃত্তের বহিঃস্থ বিন্দু যোগ করে দিয়েছিলাম। এখন আমরা যা করব সেটি হচ্ছে, এরপর আমরা বৃত্তের কেন্দ্র থেকে যে দুটি বিন্দুতে ছেদ করেছিল নতুন বৃত্তটি পুরাতন বৃত্তটিকে তাদেরকে যোগ করে দেব। তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি পেয়ে যাব।
এভাবেই আমরা বৃত্তে দুটি স্পর্শ আঁকতে পারব যাদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হবে। তাহলে এখনি আপনারা করে দেখতে পারেন সমস্যার সমাধান হয় কিনা, না হয় আমাদেরকে জানাতে ভুলবেন না।