নৌকা ও স্রোতের বেগ নির্ণয় (ভিডিও)
নৌকা ও স্রোতের বেগ নির্ণয় সংক্রান্ত সমস্যা পাটিগণিতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই ধরনের সমস্যা শুধু ৭ম শ্রেণি শ্রেণির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বিসিএস থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য বেগ সংক্রান্ত সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেয়া যাক কীভাবে আমরা এ সংক্রান্ত সমস্যার সমাধান করব।
তিনটি উপাত্তের মধ্যে দুইটি উপাত্ত জানা থাকলে আমরা এসব সমস্যার সমাধান করতে পারব। যেমন আমরা স্রোতের অনুকূল ও প্রতিকূলের জন্য দুটি সূত্র জানি। একটি হচ্ছে স্রোতের অনুকুলে বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ = নৌকার বেগ – স্রোতের বেগ। এ দুটি সূত্রে আমরা তিনটি করে ‘টার্ম’ দেখতে পাই যা থেকে যেকোনো দুইটি মান দেয়া থাকলে দুটি সমীকরণ সমাধান করে করে নৌকা ও স্রোতের গতিবেগ খুব সহজেই নির্ণয় করতে পারব। এক্ষেত্রে যেসহ খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রাখতে হবে সেহুলো আমাদের ভিডিওতে দেয়া আছে।
সমস্যাটির সমাধান তাই দেখে নিন এখনই আর প্রয়োজনে জানান আমাদের।