নতুন বছরে বর্জন করুন এই শর্টকাট!! নিজে বাঁচুন, অন্যকে বাঁচান
২০২০ সালে অনেক দিক থেকে অনেক সুবিধা হলেও ২০২০ সালে একটি সমস্যা দেখা দিবে তারিখ লেখতে গিয়ে। সাধারণত আমরা তারিখ লেখার সময় বছরের ঘরে ২টি অংক বসাই। অর্থাৎ আমরা ২০১৯ সালে শুধু ১৯ লিখেছি। কিন্তু ২০২০ সালে আমরা যদি শুধু ‘২০’ লিখি, তাহলে অনেকেই এই ‘২০’ এর সাথে আরও দুইটি সংখ্যা বসিয়ে তারিখ পরিবর্তন করে ফেলতে পারবে। যেমন ‘২০’ এর পরে ‘১৫’ লাগিয়ে দিয়ে ২০১৫ সালের পুরানো একটি তারিখ যেউ বানিয়ে আমাদেরকে সমস্যায় ফেলতে পারে।
তাই আমরা চেষ্টা করবো ২০২০ সালে তারিখ লেখার ক্ষেত্রে সচেতন থাকতে এবং অবশ্যই চেষ্টা করব ২০২০ সম্পূর্ণটি লেখার।