৭ম শ্রেণি গণিত ১.১ সম্পূর্ণ (মূলদ ও অমূলদ সংখ্যা)
আজকের আলোচনার বিষয় ৭ম শ্রেণির গণিত অনুশীলনী ১.১। অনুশীলনীর আলোচ্এয বিষয়- মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা সম্পূর্ণ সমাধান দিয়েছি আপনাদের জন্য। যেমন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় তা এই অনুশীলনীতে শেখানো হয়েছে। আমরা প্রতিটি সংখ্যাকে মৌলিক গুণনীয়কের আকারে লিখে বর্গমূল বের করার নিয়ম শিখব।
ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিও আমরা শিখব। অর্থাৎ জড়া গঠন করে একটি করে সংখ্যা নিয়ে গুণফল বের করে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি।
কোনো সংখ্যার সাথে নূন্যতম কত গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এবং কোনো সংখ্যার সাথে কত ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাও আমরা জানতে পারব এই অনুশীলনী থেকে। যেমন জোড়া বিহীন সংখ্যা বা সংখ্যাগুলোর গুণফল বের করলেই আমরা নির্ণেয় সংখ্যা পেয়ে যাবো কোনো সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এবং কোনো সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তা-ও আলোচনা করা হয়েছে।