৯ম-১০ম শ্রেণি গণিত অনুশীলনী ১ | পার্ট-১ | বাস্তব সংখ্যা
এসএসসি ও ৯ম-১০ম শ্রেণির গণিতের অনুশীলনী ১ এর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে করা হয়েছে আজকে। আমাদের আজকের আলোচনায় রয়েছে- প্রমাণ কর যে, √5 অমূলদ সংখ্যা, প্রমাণ কর যে, √7 অমূলদ সংখ্যা, প্রমাণ কর যে, √10 অমূলদ সংখ্যা, 0.31 ও 0.12 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা নির্ণয়, 1/√2 ও √2 এর মধ্যবর্তী একটি মূলদ ও একটি প্রমাণ কর যে, কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণ কর যে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল আট (৮) দ্বারা বিভাজ্য, অমূলদ সংখ্যা নির্ণয়। সাধারণ ভগ্নাংশে প্রকাশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ, সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কীভাবে করতে হয় তার বিস্তারিত আলোচনা এবং সমস্যা সমাধান করা হয়েছে আমাদের সমাধানের টিউটোরিয়ালে।
আলোচনার শুরুতে আমরা বাস্তব সংখ্যার শ্রেণিবিন্যাস সম্পর্কে জানব। এ বিষয়ে রয়েছে আমাদের আরেকটি বিস্তারিত আলোচনামূলক পোস্ট। দেখ নিতে পারেন সেটি।
সংখ্যা নিয়ে বিস্তারিত জানুন এখান থেকে।