৪র্থ শ্রেণি গণিত অধ্যায় ১ | বড় সংখ্যা ও স্থানীয় মান
আমরা সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলেই সবার প্রথমে আসে স্থানীয় মানের কথা। প্রত্যেকটি অঙ্কের একটি সংখ্যাতে রয়েছে স্থানীয় মান। সেই মানগুলো ব্যবহার করে আমরা একটি সংখ্যার সম্পূর্ণ মান পেয়ে থাকি।
এসব স্থানীয় মান বের করার জন্য আমাদেরকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটির ঘরের হিসাব জানতে হয়। এরফলে আমরা প্রত্যেকটি ঘরের স্থানীয় মান বের করে সংখ্যাগুলোতে যোগ করি।
এই অধ্যায়ে আমরা স্থানীয় মানের পাশাপাশি জানব অংকে লেখা, কথায় লেখার নিয়ম বিস্তারিত আলোচনার মাধ্যমে। হাতে কলমে ধরে ধরে করানো অধ্যায়টি এমনভাবে করা হয়েছে যাতে শিশু থেকে বৃদ্ধ সবাই বুঝতে সক্ষম হয়।