৫ম শ্রেণির গণিত অধ্যায় ৩ সমাধান | চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি
চার প্রক্রিয়া বল্লতে আমরা যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সম্পর্কিত সমস্যার সমাধান বুঝে থাকি। এসব সমস্যায় একটি সমস্যাতেই দেখা যায় কয়েকটি প্রক্রিয়ার কাজ করতে হয়। আমরা একটি একটি করে ধাপে ধাপে কাজ করে সবশেষে প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার উত্তর বের করি। এসব সমস্যা সমাধানে তাই সব ধরণের প্রক্রিয়ার ধারণা আমাদের থাকা প্রয়োজন।
৫ম শ্রেণি ও প্রাথমিক শিক্ষা সমাপণী পরিক্ষার্থিদের জন্য আজকে আমরা পঞ্চম শ্রেণির গণিতের ৩য় অধ্যায়ের সমাধান করার চেষ্টা করেছি। চার প্রক্রিয়ার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখানো হয়েছে আজকে।
গাণিতিক বাক্যে প্রকাশ করার সহজ নিয়ম, গাণিতিক বাক্যে প্রকাশ করে মান নির্ণয়, ঐকিক নিয়মের শর্টকাট নিয়ম, সরল করার পদ্ধতি সহ ৫ম শ্রেণির গণিত সমাধানের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের গুরুত্বপূর্ণ সব সমস্যা সমাধান জানতে পারবে শিক্ষার্থীরা। গণিতের ভিত্তি মজবুত করতে ভিডিওটি সবার জন্যই সহায়ক হবে।