৫ম শ্রেণির গণিত অনুশীলনী ৬(খ) | ভগ্নাংশ
পঞ্চম শ্রেণির পিইসি পরিক্ষার্থীদের জন্য গণিত অধ্যায় ৬ এর অনুশীলনী ৬(খ) এর সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব- ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের সরল সহ ভগ্নাংশ গুণ-ভাগ সম্পর্কিত জটিল সমস্যার সমাধান সমূহ। ভগ্নাংশের বিস্তারিত আলোচনা নিয়ে পড়ে আসতে পারেন আমাদের ব্লগ সাইটের এই পোস্ট।
যেসব সমস্যার সমাধান নিয়ে আমাদের আলোচনা তা হলো-
যদি একটি হোস্টেলে প্রতিদিন ২ ১/৭ কুইন্টাল চাল লাগে, তবে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তা বের করার পদ্ধতি ও একটি ধাতব নলের ১মি. এর ওজন ৩ ১/৪ কেজি হলে নলটির ৩/৫ মি. এর ওজন কত কেজি হবে নির্ণয় করার নিয়ম
অন্যান্য আরও সমাধানের মধ্যে রয়েছে- একটি বাগানের ক্ষেত্রফল ২০ বর্গ মি. এবং এই বাগানের ৫/৬ অংশ ফুল চাষ করা হয়েছে হলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মি হবে তার পরিমাণ বের করা ও যদি সাজ্জাদ সাহেবের ২৪, ০০০ টাকা থাকে এবং তিনি এই টাকার ৫/১২ অংশ এতিমখানায়, ৩/৮ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, তবে তার কাছে আর কত টাকা আছে তার হিসাব করা।