নবম-দশম উচ্চতর গণিত ১.১ সমাধান | সেট ও ফাংশন |পার্ট ২

এসএসসি পরিক্ষার্থি ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সেট ও ফাংশনের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ অধ্যায়ে সেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা সাধারণ গণিতে করা হয়নি। তাই আজ উচ্চতর গণিত অনুশীলনী ১.১ এর সেট বিষয়ক আলোচনা আমাদের আলোচ্য বিষয়।

আমরা আজকে জানার চেষ্টা করব সেটের প্রকার, সাবসেট বা উপসেট এবং প্রকৃত উপসেটে নিয়ে আলোচনা, ভেন চিত্রের সাহায্যে সমস্যা সমাধান সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখানো হয়েছে।

ভেনচিত্রের সমস্যাগুলোও ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিতে রয়েছে অল্প পরিসরে। আরও সহজভাবে বলতে গেলে দুটি তথ্যের মাধ্যমে। উচ্চতর গণিতে আমরা ভেনচিত্রের সমস্যাগুলো তিনটি তথ্য ও তাদের উপাত্ত নিয়ে করার চেষ্টা করব এবং সহজভাবে সমস্যাগুলোর সমাধান আপনাদের দেয়া হয়েছে।

গণিতের সেট ও ফাংশনের সমাধানের সম্পূর্ণ অনুশীলনীর ভিডিও অনেক বড়। তাই আমরা এই অনুশীলনীকে ভাগ করেছি দুটি ভাগে। প্রথম অংশ দেখতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *