ষষ্ঠ শ্রেণির গণিত ২.১ সম্পূর্ণ সমাধান | অনুপাত
অনুপাতের সমস্যাগুলো সম্পর্কে আমরা ৬ষ্ঠ শ্রেণিতে প্রথম ধারণা পাই। ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ২.১ অনুশীলনী সাজানো হয়েছে শতকরা নিয়ে। তাই আজ আমরা ২.১ অনুশীলনীর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছি আমাদের ভিডিও পোস্টে।
আমরা আলোচনা করেছি- অনুপাতে প্রকাশ করার নিয়ম, অনুপাতকে সরলীকরণ, সমতুল অনুপাত নির্ণয় করার নিয়ম, সরল অনুপাতকে মিশ্র অনেপাতে প্রকাশ করার পদ্ধতি, ব্যস্ত অনুওয়াতে প্রকাশ করার নিয়ম, একক অনুপাতের বিস্তারিত, বিভিন্ন পরিমাণকে আনুপাতিক হারে বন্টন সহ অনুপাত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান।
উল্লেখযোগ্য সমাধানগুলোর সমস্যাগুলো হলো- দুইটি সংখ্যার যােগফল ৬৩০ এবং এদের অনুপাত ১০: ১১ হলে, সংখ্যা দুইটি নির্ণয়। দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫: র এবং দ্বিতীয়টির মূল্য ৮৪ টাকা হলে, প্রথমটির মূল্য কত নির্ণয়। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা – যাওয়ার সময়ের অনুপাত ২: ৩ এবং ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ৫ কি. মি. হলে, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব নির্ণয়। দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৫:৬ এবং প্রথমটির দাম ২৫০০০ টাকা হলে, দ্বিতীয়টির দাম নির্মূণয় করে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে তা নির্ণয় সহ সকল সমস্যার সমাধান।