৮ম শ্রেণির গণিত ৪.১ সমাধান| বর্গের সূত্র ও প্রয়োগ
অষ্টম শ্রেণি ও জেএসসি পরিক্ষার্থিদের জন্য বীজগণিতের অনুশীলনী ৪.১ এর সম্পূর্ণ সমাধান (সৃজনশীল প্রশ্নের সমাধান সহ) রয়েছে আজকের ভিডিওতে। বর্গের জন্য বীজগণিতের সূত্র ও প্রয়োগ দেখানো হয়েছে। ভিডিওটি দেখে জানা যাবে কীভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়, কীভাবে বীজগণিতীয় সরল করতে হয়, কীভাবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হয়, কীভাবে দুটি রাশির বর্গের অন্তরফল আকারে প্রকাশ করতে হয়। এছাড়া বর্গ সম্পর্কিত অনেক ধরণের সমাধান দেখানো হয়েছে এবং সাথে তো শর্টকাট টেকনিক রয়েছেই!
সমস্যাগুলো সমাধান করার জন্য কিছু মৌলিক সূত্র ও অনুসিদ্ধান্ত নিয়ে কজ করব। সাধারণ বর্গ করার সমস্যাগুলোতে আমরা মৌলিক সূত্রের ব্যবহার করব। সরলের ক্ষেত্রেও আমরা একই কাজ করব। এছাড়া বিভিন্ন প্রমাণ ও মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্তু ব্যবহার করে থাকি। তবে মৌলিক সূত্রও এসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর দুটি বর্গের অন্তরগল বের করতে আমরা (a ^ 2-b ^ 2) বা ‘ab’ এর সূত্র ব্যবহার করে থাকি যা আপনারা আমাদের সমাধান দেখলেই বুঝতে পারবেন।