৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সম্পূর্ণ সমাধান (পরিমাপ)
পরিমাপ সম্পর্কে আমরা ২য় শ্রেণি থেকেই ধারণা লাভ করি। এছাড়া পরিমাপের এককগুলো সম্পর্কেও আমরা বিভিন্ন শ্রেণিতে ধাপে ধাপে জানতে পারি। ৭ম শ্রেণিতে আমরা পরিমাপের একটি বড় অনুশীলনীর সমাধান করব। যেখানে আমাদের আলোচনায় রয়েছে-
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের নিয়ম, রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের নিয়ম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজাকৃতি সম্পর্কিত সমস্যা সমাধান, চতুর্ভুজাকৃতি সম্পর্কিত সমস্যা সমাধান, ঘন সম্পর্কিত সমস্যা সমাধান, ত্রিমাত্রিক বস্তুর আয়তন নির্ণয়, ঘন করার নিয়ম সহ আরও অনেক বিষয়।
উপরোক্ত বিষয়গুলো সম্পর্কিত যেসব সমস্যার সমাধান আমরা করব-
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে ১ কিলোমিটার হাঁটা হলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়; প্রতি মিটার ১০০ টাকা দরে ১০০ মিটার লম্বা ও ৫০ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত নির্ণেয় খরচ; একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার ও উচ্চতা ৫০ মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয়; একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৬০ মিটার, ৪০ মিটার এবং এর ভিতরে চতুর্দিকে ২ মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয়; একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ এবং প্রতি বর্গমিটারে ৭. ৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মােট ১১০২. ৫০ টাকা ব্যয় হলে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় সহ সম্পূর্ণ অনুশীলনীর সমস্যাগুলো।