ষষ্ঠ শ্রেণির গণিত ২.৩ সম্পূর্ণ সমাধান (ঐকিক নিয়ম)

ঐকিক নিয়ম ব্যবহার করে আমরা পাটিগণিতের অনেক বড় বড় ও জটিল সমস্যার সমাধান করতে পারি। এই নিয়ম আমরা ৫ম শ্রেণি বা কিছু কিছু সমস্যা সমাধানের জন্য চতুর্থ শ্রেণিতেও করে থাকি। ৬ষ্ঠ শ্রেণির এর আগের অনুশীলনীগুলোতে আমরা অনুপাত শতকরা নিয়ে জেনেছি। আজ আমরা ৬ষ্ঠ শ্রেণির ঐকিক নিয়ম জানার চেষ্টা করব।

আমরা যেসব সমস্যার সমাধান করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

একজন দোকানদার ৯০০০ টাকা মূলধন বিনিয়ােগ করে যদি প্রতিদিন ৪৫০ টাকা লাভ করে, তবে তাঁকে প্রতিদিন ৬০০ টাকা লাভ করতে হলে, কত টাকা বিনিয়ােগ করতে হবে; ১২০ কেজি চালে ১০ জন লােকের ২৭ দিন চললে ১০ জন লােকের ৪৫ দিন চলতে হলে, কত কেজি চাল প্রয়ােজন হবে; ২ কুইন্টাল চালে ১৫ জন ছাত্রের ৩০ দিন চললে ঐ পরিমাণ চালে ২০ জন ছাত্রের কত দিন চলবে; একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে এবং ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে; ২৫ জন লােক দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করলে ১০ জন লােক দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে; হাসান প্রতি ৩ ঘণ্টায় ৯ কিলােমিটার পথ অতিক্রম করতে পারলে ৩৬ কিলােমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে নির্ণয় করা সহ আরও অনেক সমস্যার সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *