ষষ্ঠ শ্রেণির গণিত ২.২ সম্পূর্ণ সমাধান (শতকরা)

শতকরার অংক সমাধান দিয়ে আজকে আমাদের ভিডিও পোস্টটি তৈরি করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শতকরার ধারণা ও বিভিন্ন ধরণের শতকরা বিষয়ক সমস্যার সমাধান আমরা করে দেখাব। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-

ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেলে সে শতকরা কত নম্বর পেয়েছে তা এবং মােট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বের করা; একজন চাকরিজীবীর মাসিক আয় ১৫০০০ টাকা ও তার মাসিক ব্যয় ৯০০০ টাকা হলে তার ব্যয় – আয়ের শতকরা কত তা বের করার পদ্ধতি; একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন এবং বছরের শুরুতে ৫ % শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়; কমলার দাম ২০ % কমে যাওয়ায় ১০০ টাকায় ৪টি কমলা বেশি পাওয়া গেলে প্রতি ডজন কমলার বর্তমান দাম নির্ণয়।

উল্লেখ্য, এসব সমস্যা সমাধানের জন্য আমরা প্রায়ই একটি সাধারণ সূত্র ব্যবহার করি যা আনুপাতিক হিসাব হিহেবে পরিচিত। কোন আনুপাতিক হিসেবের সাথে সাধারণত ১০০ গুণ করলে আমরা শতকরা হিসাব পেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *