চতুর্থ শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান|যোগ ও বিয়োগ|
যোগ ও বিয়োগের সাথে আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্ক। যিনি একদম পড়ালেখা জানেন না তিনিও যোগ-বিয়োগ করতে জানেন বা শিখে নেন নিজেদের প্রয়োজনে। কারণ যোগ-বিয়োগ ছাড়া আমরা অচল!
যোগ বিয়োগের ধারণা আমরা ১ম শ্রেণি থেকেই পেয়ে থাকি। সাধারণ ছোট ছোট যোগ-বিয়োগ থেকে শুরু করে চতুর্থ শ্রেণিতে এসে আমরা বিশাল বিশাল যোগ-বিয়োগ করা শিখতে পারি। আজমে তাই আমাদের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণির অধ্যায় ২ এর সম্পূর্ণ অধ্যায়ের সমাধান।
ছোট থেকে শুরু করে বড় বড় অর্থাৎ ৫ থেকে ৬ অংকের যোগ বিয়োগ করার নিয়মও আমরা সাধারণ নিয়মে করে থাকি। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটি সংখ্যার অংকগুলো যাতে আমরা স্থানীয়মান অনুসারে একটির নিচে আরেকটি বসাই। অর্থাৎ যাতে একটি সংখ্যার একক স্থানীয় অংকের নিচে অপর সংখ্যা বা সংখ্যাগুলোর স্থানীয় মান বসাই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা এককের স্থান থেকে অর্থাৎ বামপাশ থেকে ডানপাশে অংকগুলো বসাই।