৪র্থ শ্রেণির গণিত অধ্যায় ৫ সমাধান (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ)
চতুর্থ শ্রেণির গণিত ২য়, ৩য় ও ৪র্থ অধ্যায়ে আমরা যোগ-বিয়োগ, গুণ ও ভাগ সম্পর্কে আলোচনা করেছি। এই সবগুলো প্রক্রিয়ার মিশ্রণে সাজানো অধ্যায়টির নাম চার প্রক্রিয়া। চার প্রক্রিয়া বলতে আমরা যোগ, বিয়োগ, গুণ ও ভাগ বুঝি। চতুর্থ ৫ম অধ্যায়ের সম্পূর্ণ সমাধানে রয়েছে এসব বিষয়ক সমস্যার সমাধান।
সম্পূর্ণ অধ্যায়ে আমরা আলোচনার চেষ্টা করেছি- হিসাবের ক্রম ব্যবহার করে হিসাব করার নিয়ম, হিসাবের নিয়ম অনুসরণ করে হিসাব করার নিয়ম, গাণিতিক বাক্যে প্রকাশ করার নিয়ম, গাণিতিক বাক্য সমাধান করার নিয়ম সহ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান।
হিসাবের ক্রম বলতে আমরা মূলত BODMAS এর নিয়ম বুঝি। এই নিয়মে আমরা যে ক্রম অনুসারে কাজ করি তা হলো- Bracket (বন্ধনী), of/order (এর), Division (ভাগ), Multiplication (গুণ), Addition (যোগ) ও Subtraction (বিয়োগ)।
উপরোক্ত ক্রম অনুসারে আমরা যেগুলো আগে পাবো সেগুলোর কাজ আগে করবো এবংং একটি না অএলে পরেরটির কাজ করব। এভাবে হিসাব শেষ করব। উল্লেখ্য যে, যোগ ও বিয়োগের কাজ আমরা আগে পরে করতে পারি। অর্থাৎ আগে বিয়োগ ও পরে যোগ বা একসাথে যোগ-বিয়োগের কাজ করতে পারি। কিন্তু বাকিগুলোতে অবশ্যই ক্রম অনুসরণ করে সমাধান করতে হবে।
এছাড়া হিসাবের নিয়মে কীভাবে আমরা কোন সংখ্যাকে কয়েকটি সংখ্যা ভেঙে বা সাজিয়ে শূন্য যুক্ত গুণফলে এনে হিসাব করতে পারি তা আলোচনা করা হয়েছে বিষদভাবে।