৪র্থ শ্রেণির গণিত সমাধান অধ্যায় ৮ | অনুশীলনী ২ (ভগ্নাংশের যোগ, বিয়োগ)
আমরা আমাদের গত অনুশীলনীর আলোচনার ভগ্নাংশের বিভিন্ন সংখ্যা ও খুঁটিনাটি জেনেছি। আজকে আমরা চতুর্থ শ্রেণির ৮ম অধ্যায়ের ২য় অনুশীলনীতে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জানার চেষ্টা করব।
ভগ্নাংশের যোগ ও বিয়োগ একই নিয়মে করা হয়। পার্থক্য হয় শুধু চিহ্নের। ভগ্নাশের এসব যোগ-বিয়োগ আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। দু’টি পদ্ধতি-ই আমাদের টিউটোরিয়ালে দেখানো হয়েছে।
একটি পদ্ধতি হলো সমহর বিশষ্ট ভগ্নাশে নিয়ে গিয়ে যোগ করা। এতে সুবিধা হলো- লবের কোনো পরিবর্তনের আর প্রয়োনন পড়েনে। সমহরে প্রকাশ করার পর সরাসরি সমহরটি যোগ/বিয়োগফলের হর এবং লবগুলোর যোগ/বিয়োগফলই ভগ্নাংশের যোগ/বিয়োগফলের লব হয়।
অন্য পদ্ধতিতে, আমরা সাধারণ একটি সূত্র মনে রাখি যে, ‘হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুন’। অর্থাৎ আমরা প্রথমে ভগ্নাংশের লসাগু বের করি। এরপর একটি ভগ্নাংশের হর দ্বারা সেই লসাগু-কে ভাগ করে প্রাপ্ত ভাগফলের সাথে সেই ভগ্নাংশের লবকে গুণ যোগ বা বিয়োগফলের লবে বসানো হয়। এভাবে বাকি ভগ্নাংগুলোর কাজ করা হয়।
দুটি নিয়মই আমাদেএ ভিডিও টিউটোরিয়ালে বুঝিয়ে দেয়া হয়েছে সুন্দরভাবে।