৪র্থ শ্রেণির গণিত অধ্যায় ১০ সমাধান | অনুশীলনী ১ | পরিমাপ, এককের রুপান্তর

দৈনন্দিন জীবনে পরিমাপ নিয়ে আমাদের সবাইকেই কাজ করতে হয়। পরিমাপের জন্য তাই আমরা ব্যবহার করি বিভিন্ন একক। এসব একক আমাদের পরিমাপের কাজকে সহজ করে। আমরা আজকে সহজে শেষ করার চেষ্টা করব পরিমাপের ২টি অনুশীলনীর মধ্যে ১ম অনুশীলনী।

অনুশীলনী-১ সম্পূর্ণ সমাধানে আজকের আলোচনায় রয়েছে দৈর্ঘ্য, তরলের ওজন, ওজন, ইত্যাদির একক, এককের রুপান্তর ও পরিমাপ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সহজভাবে ব্যাখ্যা।

আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের জন্য কিলোমিটার বা মিটার একক ব্যবহার করি। এছাড়া হেক্টো মিটার, ডেকা মিটার, ডেসি মিটার, সেন্টি মিটার ও মিলি মিটার এককও ব্যবহার করে থাকি।

কঠিন পদার্থের ওজনের জন্য আমরা কিলোগ্রাম বা গ্রাম একক ব্যবহার করি। এছাড়া হেক্টো গ্রাম, ডেকা গ্রাম, ডেসি গ্রাম, সেন্টি গ্রাম ও মিলিগ্রামও ব্যবহার করে থাকি।

তরল পদার্থের ওজনের জন্য আমরা ব্যবহার করি লিটার ও মিলি লিটার। এছাড়া রয়েছে অন্যান্য এককও।

আমরা এসব একককে আমাদের প্রয়োজনের সুবিদার্থে একটি থেকে আরেকটিতে রুপান্তর করতে পারি। এজন্য আমরা একটি ক্রম মনে রাখি এবং মুখস্থ করার জন্য মনে রাখতি পারি একটি লাইন “কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিটিবে।” শব্দগুলোর প্রতিটি শব্দের প্রথম অক্ষর একেকটি একককে নির্দেশ করে।

মূল এককটিকে ‘মারিলে’ এর ‘ম’ চিন্তা করে মিটার ধরা হয়েছে। প্রয়োজনীয় একক আমরা পরিবর্তন করে নিতে পারব। অর্থাৎ গ্রাম ও লিটারে প্রকাশ কিরি মিটারের জায়গাটিকে।

এই সমস্যার সমাধান আরও সহজেই আপনারা আমাদের টিউটোরিয়াল দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *