৯ম-১০ম শ্রেণির গণিত ৯.১ সম্পূর্ণ সমাধান | ত্রিকোণমিতি SSC
ত্রিকোণমিরি বলতে আমরা বুঝি তিন কোণের পরিপাম। গণিত শাস্ত্রে ত্রিকোণমতির গুরুত্ব অপরিসীম। ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা থাকা সাধারণত ৯ম শ্রেণি থেকে একজন শিক্ষার্থির জন্য আবশ্যক।
ত্রিকোণমিতির প্রথম অনুশীলনী ৯.১। এসএসসি পরিক্ষার্থী ও ৯ম-১০ শ্রেণির শিক্ষার্থীদের গণিত ৯.১ এর সম্পূর্ণ সমাধান তাই রয়েছে আমাদের আজকের আয়োজনে। একজন সাধারণ শিক্ষার্থি ত্রিকোণমিতির sin. cos, tan, cot, sec ও cosec এর অনুপাতগুলো সম্পর্কে ধারণা লাভ করবে, এদের বিভিন্ন সূত্র সম্পর্কে জানবে এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ে জানবে। জানতে পারবে কীভাবে এসব সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যার প্রমাণ করতে পারি এবং কীভাবে সমস্যার সমাধানে সহজেই পৌঁছাতে পারি।
শিক্ষার্থিরা জানতে পারবে আসলে কখন কোন সূত্র ব্যবহার করা আমাদের জন্য শ্রেয় হবে। কারণ একটি সমস্যা সমাধান করার সম্য আমরা অনেক ধরণের সূত্র প্রয়োগ করতে পারব। কিন্তু আমাদের সমাধানের জন্য প্রশ্নে কী চাওয়া তয়েছে তার উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে।


Nc