প্রথম শ্রেণির গণিত অধ্যায় ১, ২, ৩ সমাধান| তুলনা, গণনা ও সংখ্যা

সাধারণত আমাদের পড়ালেখার শুরু হয় প্রথম শ্রেণি থেকেই। প্রথম শ্রেণি থেকেই আমাদের গণিতের পাঠও শুরু হয়। আমরা তাই আজকে প্রথম শ্রেণির গণিতের সমাধান অধ্যায় ১, ২ ও ৩ নিয়ে আলোচনা করেছি। প্রতিটি পৃষ্ঠায় যা যা রয়েছে সবই বুঝিয়ে দেয়া হয়েছে। আর এ তিনটি অধ্যায়ে র আলোচনায় রয়েছে- কীভাবে তুলনা করতে হয়, পার্থক্য করার নিয়ম, গণনা করার নিয়ম, পার্থক্য করার জন্য প্রয়োজনীয় শব্দ, ১-১০ পর্যন্ত সংখ্যা গণনা, পড়া ও লেখা, সংখ্যা সাজানো সহ আরো অনেক।

ছোট সোনামণিদের জন্য আমাদের ভিডিও পোস্টটি হতে পারে খুবই উপকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *