পরিক্ষা ছাড়াই শিক্ষার্থীদের অটোপ্রমোশন!!! যা জানাল শিক্ষা মন্ত্রনালয়
করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে আছে অন্যান্য খাতের মতো শিক্ষাখাতও। বাংলাদেশে ১৭ মার্চ থেকেই বন্ধ রয়েছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিলেও সরাসরি উপস্থিতিতে ক্লাস বন্ধ থাকার কারণে বিপাকে রয়েছে শিক্ষার্থীদের থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকেরাও।
১ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ গুলো খুলে দেয়ার কথা শোনা গেলেও, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এরমধ্যেই সোশাল মিডিয়ায় নতুন খবর ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে ‘কোনো পরিক্ষা ছাড়াই শিক্ষার্থীদের অটো প্রমোট করা হবে পরবর্তী শ্রেণিতে!’।
এমন উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রনালয়ের বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ‘বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি।’
তাই, গুজবে কান না নেয়ার আহবান জানানো হচ্ছে সবাইকে।